স্বপ্নভূমি ডেস্ক : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পালবাড়ী রয়েল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তি ঝিনাইদহের মহেশপুর থানার মান্দারবাড়ী গ্রামের মৃত কাউছার মোল্লার ছেলে সামাউল হোসেন (৫৫)।
ডিবি পুলিশ জানায়, যশোর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন আচরণ দেখে সামাউলকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।